Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ:

যুব উন্নয়ন অদিদপ্তর ,ভৈরব কিশোরগঞ্জ এ ১৮ থেকে ৩৫ বছরের যুব ও যুবনারী তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছেন । তাদের মধ্যে একজন মোছাঃ রুমা আক্তার স্বামী- মিছার মিয়া, অভ্ার অনটনের সংসারে  তার স্বামীকে আর্থিক সহায়তা করার জন্য যুব উন্নয়ন অদিদপ্তর ,ভৈরব কিশোরগঞ্জ এ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহন করে  পরবর্তীতে সে এখান থেকে ঋণ নিয়ে এবং তার নিজস্ব কিছু অর্থ দিয়ে গাভী কিনে রুমা দুগ্ধ খামার দেন । বর্তমানে সে গরুর দুধ বাজারজাত করে স্বাবলম্বী হয়েছে ।সাথে সাথে সে কিছু জমি ক্রয় করেছেন ,তাছাড়া এখন তার তিনটি গাভী ও দুইটি বাছুর।সে ভবিষৎ এ আরও বড় আকারে খামার প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।