Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ক্রমিক নং

সেবার ধরন

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১। ক)

প্রশিক্ষণ সংক্রান্ত:

০২ মাস ১৫ দিন মেয়াদী গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (আবাসিক)

মহাপরিচালক/ উপ-পরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কার্যলয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ১০০/= (একশত) টাকা এবং প্রশিক্ষণটি আবাসিক বিধায় প্রত্যেককে মাসিক ১২০০/= (এক হাজার দুইশত) টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন আধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ।

খ)

০১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ৫০ (পঞ্চাশ) টাকা।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন আধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ

গ)

০৬ মাস মেয়াদী মর্ডাণ আফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ৫০০/= (পাঁচশত) টাকা।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন আধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ।

ঘ)

০৩/০৬ মাস মেয়াদী/পোষাক তৈরী ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স (শুধু মাত্র মহিলাদের জন্য) (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী / এস, এস, সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব মহিলা। ভর্তি ফি ৫০/= (পঞ্চাশ) টাকা।

ঙ)

০৬ মাস মেয়াদী কম্পিউটার বেসিক কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এইচ, এস, সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ১০০০/= (একহাজার) টাকা।

চ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস, এস, সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ৩০০/= (তিনশত) টাকা।

ছ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ৩০০/= (তিনশত) টাকা।

জ)

০৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস, এস, সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলা। ভর্তি ফি ৩০০/= (তিনশত) টাকা।

ঝ)

০৭-১০ দিন মেয়াদী কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ এলাকার চাহিদানুসারে বিভিন্ন ধরণের ৪১টি ট্রেডে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক ও অপ্রাতিষ্ঠানিক)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কার্যালয় হতে উপজেলা কার্যালয়কে দেয়া বার্ষিক লক্ষমাত্রার আলোকে উপজেলা কার্যালয় কর্তৃক লক্ষমাত্রা পূরণের নিমিত্তে প্রায় প্রতি মাসেই ০১টি ব্যাচ (৩০ জন) পরিচালনার জন্য বিজ্ঞপ্তি ও আবেদন পত্র গ্রহণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৫ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব ও যুব মহিলারা উপজেলা কার্যালয় কর্তৃক নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যলয়ে আবেদন করবেন। উক্ত প্রশিক্ষণে কোন কোর্স ফি নাই।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ

০২। ক)

ঋণ সংক্রান্ত:

ঋণ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডে সর্বনিম্ন ১০,০০০/= টাকা হতে সর্বোচ্চ ৫০,০০০/= টাকা এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫০০০/= টাকা হতে ২৫,০০০/= টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

একজন প্রশিক্ষিত যুব উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর ০৭-৩০ দিন। ( উল্লেখ্য ঋণের অর্থের বাজেট না থাকলে বা ঘূর্ণায়মান তহবিলে প্রয়োজনীয় স্থিতি না থাকলে উক্ত সময়ের তারতম্য হতে পারে)

একজন প্রশিক্ষিত যুব অথবা যুব মহিলার দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে তার প্রকল্পটি পরিদর্শন পূর্বক নীতিমালায় প্রদত্ত শর্ত মোতাবেক নির্বাচিত হলে তাকে ১০/= টাকার বিনিময়ে ০১টি নির্ধারিত আবেদন ফরম প্রদান করা হয়। অত:পর ফরমটি প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা কার্যালয়ে জমা প্রদান করলে ইহা পরীক্ষা নিরীক্ষা করে প্রাতিষ্ঠানিক হলে সুপারিশ সহ জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে এবং অপ্রাতিষ্ঠানিক হলে উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করা হয়। অনুমোদিত ঋণ একাউন্ড পেয়ী চেকের মাধ্যমে উপজেলা কার্যালয় হতে বিতরন করা হয়।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন আধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ

০২।

ক)

অন্যান্যকার্যক্রম সংক্রান্ত :

যুব নেতৃত্বের বিকাশে যুব সংগঠন তালিকা ভুক্ত করা হয়।

যুব সংগঠন কর্তৃক উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর ০৭-১০ দিন।

যুব সংগঠন কর্তৃক দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে উক্ত সংগঠনটি পরিদর্শন করে নীতিমালার শর্তাদি মোতাবেক নির্বাচিত হলে উক্ত সংগঠনকে অধিদপ্তরের নির্ধারিত ফরম প্রদান করা হয়। অত:পর সকল কাগজ পত্র সহ দাখিলকৃত আবেদনটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ জেলা কার্যালয়ে প্রেরণ করলে জেলা কার্যলয় পুনরায় পরীক্ষা নিরীক্ষান্তে তালিকা ভুক্ত করেন।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন আধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ

খ)

দেশের আর্ত-সামাজিক উন্নয়নে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে অধিদপ্তর কতৃক যুব কল্যাণ তহবিল বা অনুন্নয়ন খাত হতে অনুদান প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়/মহাপরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন পত্র গ্রহণ করা হয়।

যুব সংগঠন কর্তৃক নীতিমালার আলোকে শর্তাদি পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে উপজেলা কার্যালয়ে আবেদন পত্র দাখিল করলে উপজেলা কার্যালয় প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই বাছাই পূর্বক উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মহোদয়ের সুপারিশ সহ জেলা কার্যালয়ে প্রেরণ করেন। অত:পর জেলা কার্যালয় পুনরায় পরীক্ষা নিরীক্ষান্তে জেলা প্রশসক মহোদয়ের সুপারিশ সহ অধিদপ্তরের পওধান কার্যালয়ে প্রেরণ করেন। পরবর্তীতে ক্ষেত্র ভেদে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রধান কার্যালয় হতে সংগঠনকে অনুদান প্রদান করা হয়।